এই জীবনটা মনের মতো হলো না
মনের দুঃখ মনেই পোষলাম‚
ভেবে ভেবে আকাশের প্রতি মুখ ফিরালাম!—
সন্ধ্যার পাখি ফিরিতেছে নীড়ে
ডানার ঝাপ্টায় গভীর আবেগ লয়ে!
মনে হলো আমি যদি হতাম এই পাখি
কিন্তু থাক এইসব বাতুলের কথা?—