আমি তোমায় ভালোবাসি কতো
তবুও মাঝে মাঝে প্রশ্ন জাগে
কখন যেন তোমায় হারিয়ে ফেলি!
দূর ভারত সাগরের মতো—
কুলের মাটির মতো ভেঙে যায় হৃদয়‚
সর্বদা এরকম এক ভয়ে থাকি সারাক্ষণ!
জানি আমি আমারে তুমি চাও
আমিও তোমারে চাই প্রতিদিন প্রতিমুহূর্ত।
পাখির কন্ঠে ঝরে কাহার গান‚
কাশফুল মৌরির গন্ধ মেখে গেয়ে যায়
এই জীবনের নৃত্যগীত ভ্রমরী!
তাহারই মতো আমাদেরও ঝরে কতো গান
প্রেমপ্রীতির ভালোবাসার গলে পরে!