এই হাতে লেখা একটি কবিতা
কালো কালি তবুও ফুরায় নাকো
সে-ই লিখে যাই— শুধু লিখে যাই কখন থেকে?
কি যে লিখিতেছি জানি নাকো নিজে!

যা পাই মনে আসে তাই লিখে যাই;
মাঝে মাঝে তোমার কথাও লেখি দু’চারটে লাইন
হয় নাকো মনের মতো গুছিয়ে!
আমার হৃদয়ের সুর তবুও!

জানি আমি এই কলম জীবনের মতোই
ঢের আগে জীবনের থেকে ঝড়ে যাবে তবুও
এই পৃথিবী আর মানুষের লেখালেখি
কোনোদিন শেষ হবে নাকো কোনোদিন না!