এই ইতিহাসে রই গিয়েছে
জীবনের অজানা অনেক কিছুই!
পৃথিবী আজ চলিয়াছে আদিম সভ্যতা ছেড়ে
নব-জগতে অট্টহাসি রেখে;
ওইসব আদিম জগতে মানুষের যে
শাস্ত্র তত্ত্ব সমাজবিজ্ঞান ইতিহাস পাতা বক্ষ করে;
আজও তার পরিস্ফুট চক্ষু বিধুরে!
আজিকার সমাজে দেখি সে আদিম
অভদ্রতা‚ ধর্ষণ‚ হানাহানি‚ কাটাকাটি‚ দ্বন্দ্ব বিবাদ —
দেখি নারী অমর্যাদা দাসত্ব শৃঙ্খল!
এই পৃথিবীর মানুষেরা চায় দু’দণ্ড শান্তি
অন্ধ শাশ্বতের দাপটেরা চলে বিপরীতে তার;
দূর নীলিমার অন্তর খেয়ে
দুষ্কৃতরা চায় স্বর্গলাভ —
নাই পৃথিবীর পথে শান্তি আজ
অবিরাম অশান্তির কুণ্ডলীতে জ্বলিছে হতদরিদ্র!
যাহারা আছে অগাধ দৌলত সে চায় আরও?
ফুটপাত অনালোকিত সারাদিন ঘুরে ফিরে
একটি পয়সা যদি জোটে হায়
হয় নাকো একবেলা অন্নদাতা তার!
কাল দেখি নর্দমায় ফেলিয়া রাখিয়াছে ভাত
যেই ভাত মানুষের সাদ বিগলিত করে;
মরিছে জ্বলে পুড়ে কতলোক?
ফিরে এসো পৃথিবীর পথে যে-ই পথে শান্তি আছে
আমরা সকলেই সকলের তরে আসিবো
যেখানে থাকিবে না কোনো ভেদাভেদ মোদের!