এই বাংলায় যদি আমি অনন্তকাল বেঁচে থাকতাম
এই মাটির গন্ধ রস ছুঁয়ে ছেনে হায়;
ঘুম থেকে জেগে সকলে দেখিতাম
সবুজ ঘাসের শিশিরে রৌদ্রস্নাত!

বনানীর ঝরাপাতা শুয়ে আছে পথে পথে
একঝাঁক জননীর হাঁস মাতিয়েছে খালে খালে;
পাখির মুগ্ধ কলরব বাজে চারিদিকে
জীবন হারিয়ে যায় ফড়িঙের দোয়েলের ভীড়ে!

বুঝি তবু একদিন এদের ভালোবেসে
ঘুমিয়ে যাবো এ-ই বাংলায় হায়;
তারপর কতো কাহিনি ইতিহাস হবে যুগে যুগে
আমি জানবো না— কোনোদিন জানবো না!