এবং সেইসব ব্যথা হৃদয়ে সযত্নে ডুবিয়ে
আবার নিজেকে রোপণ করেছি নতুন করে,
ভেবেছি সবকিছু ঘুচিয়ে নিয়ে
আমি আবার মানুষ হবো সবার মতো!
হায় পৃথিবী তবুও জানি এসব সম্ভব নয়
চাইলেই সব আগের মতো পাওয়া যায় না;
যে যৌবন কচি ঘাসের মতো মানুষের পারায় পারায়
ফিসে গেছে মরে গেছে পথে পথে ক্ষত-বিক্ষত
সেই যৌবন কই ফিরে পাই আমি আবার?
হে পৃথিবী— হে নীল আকাশ— আকাশের মেঘ
আমি চাই সেই যৌবন— সেই প্রেম— সেই জীবন।
পারিবে আমারে তুমি পুনরায় তা ফিরিয়ে দিতে?
জানি কোনোদিন তুমি পারিবে না—
সেই সাধ্য তোমার নেই— কোনোদিন নেই?
তাহলে কেন তুমি নতুন করে স্বপ্ন দেখাও
আমাকে বাঁচার জন্য একজন ধসে পড়া মানুষরে?