তোমারে দেখেছি মাঠের উপরে
ধূসর আলোয়ে দাঁড়িয়ে থাকতে!
রাত্রিভর শিশির ভেজা ঘাসগুলো
রৌদ্রে ঝিলমিল সদ্য পশমের মতো!
মাথার উপর শাদা শাদা মেঘদূত
কোথাও কোথাও পাখির শব্দে
কেঁপে উঠে ধরণীর তাজা প্রাণ!
আজ নয় আমার শাদা কালো চোখে
তুমি রয়ে গিয়েছ সহস্র বছর ধরে!
তবুও আমি নিঃশ্ব পৃথিবীর পথে
তোমাকে ছাড়া একা একা কতোকাল!
জীবনরে জানিয়েছি রাস্তায় ফুটপাতে
কতো হাহাকার চিতকার ভেসে আসা!
একমুঠো অন্ন জোগাতে শুনিয়েছি
মানুষের তরে রাত্রি আর দিনের বেলা!