গাজীপুরার পথে সে এক বিকেলে
দেখেছিলাম তোমাকে—
আর আমার ভালোবাসা আমাকে পাগল করেছিল
কিন্তু আমি তখন ভাষাহীন
শুধু চোখ দিয়েই দেখেছিলাম।
আমার হৃদপিণ্ড ছিড়েখুঁড়ে
আমার ভালোবাসা চুরি করে নেওয়া
সেই লোকের সাথে দেখেছি পাশাপাশি হাঁটতে,
পর মুহুর্তেই মনে হল পৃথিবীর সব যন্ত্রণা
আমার অসুস্থ দেহের উপর চাপিয়ে দেওয়া হল,
তারপরও আমি যেন ঠিক দেখেছিলাম তোমার মুখে
দ্বাদশীর জোছনার মতন হাসিমাখা মুখটাকেই!

আজ থেকে প্রায় সাত-আট বছর আগে
আমি যখন আমার প্রিয় মানুষটাকে চিরতরে হারাই,
এক আকাশ সমান অভিমান নিয়ে—
ফিরে আসি চট্টগ্রাম আমার নিজ কামরায়।
আমার হৃদয় তখন ভীষণ ভীষণতর অসুস্থ
একটু প্রশান্তির জন্য কতটা ছটফট করেছি সে,
জীবন বিষে আঘাতে তুমুল জর্জরিত
আর চক্ষু যেন উত্তাল সমুদ্র মন্থন,
জানি তবু অন্ধকারে থেকে যাবে দুঃখের প্রাচীর
আসিবে না কেউ আর সান্ত্বনার প্রদীপ জ্বালাতে!