যে জীবন পেয়েছে শুধু আঘাত পথে পথে
আগুনের ধোঁয়ায় যার চোখ ঝলসে গেছে—
তবু তুমি আমি ওরা এক প্রতীক্ষার নিকট
প্রভাতের সবিতার মত জেগে উঠে
মনরে শান্ত করে ফিরে যাই আবার!
যদিও পৃথিবীতে ঢের মেঘ বৃষ্টি পাখি
আরও কতকত কি আমি দেখে গেলাম—
চোখ জুড়ালো শান্ত স্থির করে দিয়ে
তবুও আমার হৃদয়ের ব্যথা একবিন্দু কমে নিকো
অনাথের মত হেঁটেছি পথে পথে!