দীর্ঘনিশ্বাসে আমার হৃদয় আকাশ পাতাল
কখনো সখনো সমস্ত পৃথিবী ভরে ফেলে!
রক্তমাখা ইদুরের মতো আমার নরম হৃদয়
বনে কান্তারে ঝরে ঢের ব্যথার রক্ত এই!
পৃথিবীতে অনেক দিন বাস করে জেনেছি
মানুষের ভালোবাসা‚ অবহেলা‚ প্রেম-নিন্দা সবই!
যেই চিল আকাশে আকাশে কেঁদে কেঁদে ফিরিয়েছে
বাতাসের নিশ্বাসে আমি পেয়েছি তারই ব্যথা!
আমার হৃদয় সেই ক্লান্ত শ্রান্ত চিলের মতোন
পৃথিবীর পথে প্রান্তে আজ অজস্র ব্যথা লয়ে!
অবনীর ঘরে নিঃশব্দে কতদিন আমার কেটে গেলো
ছিঁড়ে গেলো ফেড়ে গেলো একাকীত্ব জন্ম দিয়ে!
কখনো বা মনে হয়েছে সবার মতো আমি
এই পৃথিবীর মানুষ নই কোনো জীব নই আমি!
এই ভেবে কাঁচপোকা কখন আমার হৃদয় খেয়ে
জীবন্ত এক আত্মা বানিয়ে রেখে গেলো কোথায়!