দীর্ঘ কবিতার জন্ম দিয়েছি আজ রাতে
কাঁপা কাঁপা হাতে লেখা কবিতা!
কাহার কথা পড়িয়াছে মনে বারংবার
খুঁজিয়া বেড়াই এই গভীর কবিতার ছন্দে ছন্দে!
সুখ তো কোথাও নেই মরীচিকা করে ছল
ছলনাময়ী তুমি নারী কোনখানে আছো!
এই রাত দুপুরে নক্ষত্রের নিরবধি পালন
সব আমিত্বকে বলি দিয়ে মনের আকাশে!
জীবন তো নয় সুখী তুমিহীনা নারী
কেমনে শুধাই পড়িলে মনে মরুতৃষ্ণা!
যদিও সমস্ত আশা আকাঙ্ক্ষা ফুরালে ‘পর—
ঘুচে যাবে দুঃখরা এঁকে এঁকে হায়!
কাহিনী যে ইতিহাস রয়ে যায় পাতায় পাতায়
দেখিয়েছি তুমি আমি ওরা যুগে যুগে!
সমাজ সংসার যখন হয়ে যাবে তুচ্ছ
নিভে যাবে সেইদিন সত্যের আলো অন্ধকারে!