দেখা তোর অগ্নিরুদ্র মমসি‚
রুখে দাঁড়া অন্যায়ের অনলপথে মাথা তুলে!
যারা চলিছে আলো স্ফুরণ পথ থেকে
অন্ধ জগৎ চোখ বুজে—
চিনে নাহি সিন্ধুর মৃদু নোনা জল!
নিশ্চল করে ফেল ওদের‚
ভেঙ্গে ফেল অন্যায় সব মেরুদণ্ড!
দেখা তোর অগ্নিশক্তি পৃথ্বী বুকে
কি অরুণ রূপে ভয়াবহ!
আমরা হতে পারি পৃথিবীর সাধারণ জনগণ
কৃষক শ্রমিক খেটে খাওয়া তুচ্ছতম
কিন্তু মানি নাকো ওইসব অন্যায় অবিচার—
জুলুম নির্যাতন অপকর্মের রসিকতা!
আমরা দুঃসাহসিক অন্ধের রক্ত চুষে পান
মোদের কাম্য আজ নয় চিরকাল;
যারা নিরীহ নিরুদ নারীকে রাখিয়াছে
দাসী বানিয়ে বন্দি ঘরে আবদ্ধ;
সমাজ দেয় নাকো যাগো মূল্য ষোলআনা
চাই মুক্তি তাদের অহরহ নিয়তই;
আমরা চাই রাজপথ‚ ঘর বাড়ি‚ জনমুখে‚ লোকালয়
সর্বস্তরে চাই একমুঠো শান্তি প্রত্যাশা!
আমরা ধনী গরীব সকলে মোরা একে অপরে‚
কিসে এত হানাহানি- কাটাকাটি‚
আমরা চাই এ-সব এড়িয়ে
চিরমুক্তির বিছানায় ঘুমাতে!
মোরা কালো ধলো সকলেই একই রক্ত মাংসে গড়া
যেখানেই দেখিবো অন্যায় অবিচার
আমরা দাঁড়াবো ঐক্যবদ্ধ অগ্নিরুদ্র হয়ে!