এসেছে দুঃসময় জীবনে এখন
আমি ভেঙে যাই ভেঙে পড়ি‚
ভাদ্রের রৌদ্রে যেন আমার হৃদয় পুড়ে!
আমার কেউ নেই আমি একা এই পৃথিবীতে
তবুও একজন আছে সেইজন!
সূচনা‚ তুমি সেই মেয়ে আজো আছো
দুঃখের কাণ্ডারী চিরসাথী হয়ে‚
ঢের উৎসাহ দিয়ে যাও পাশে থেকে!
জীবনেও আছো তুমি
দুঃখেও আছো তুমি
মরণেও থাকিও পাশে!
মানুষের ব্যথা আসে ধীরে ধীরে
তারপর পৃথিবীতে কেটে যায় কতোকাল
নিঃসঙ্গ নিঃশব্দের সাথে সহবাস করে।
তবুও একদিন এই দুঃখ কেটে গেলে ‘পর—
ধরা দেয় সুখ সে অপার সুখ‚
মানুষ ভুলে যায় অতীত
তাঁর সেই পুরনো থরথরে অতীত।
তুমি তবু অতীত নও‚ বর্তমান নও এই
তুমি রবে চিরকাল ঘাস হয়ে মাটির উপরে!