ঢের বৃষ্টি ঝরে শেষ বিকেল নেমে এলো
হৃদয়ের মতোন নীরব এখন এই আকাশ
মেঘে মেঘে সমস্ত আকাশ পূর্ণ—
মাঠে মাঠে ঘাস তার অপার সৌন্দর্য‚
বুকে টেনে চেয়ে আছে কতোকাল আমার চোখের পরে!
হে প্রেম তুমি ফিরে আসো
এই ঘাসের মতো অপার সৌন্দর্য বুকে লয়ে
যেখানে রয়েছে আমার হৃদয় আর
সেই মানুষীর আজন্ম খোভ!
পূর্ণ করে দাও ভাঙনের মতো ধসে যাওয়া
ক্ষয়ে যাওয়া এই মানব হৃদয়!