ঢের আঘাত সয়ে গেলাম পৃথিবীতে
আরও কিছুকাল সয়ে যাবো‚
জীবন এখন রাত্রির আকাশের মতোন এলোমেলো!
প্রাণ তাঁর সব আনন্দ হারিয়ে ভিখারি
তবুও বিস্ময় এক আছে জেগে
কাছে দূরে কোথাও সরে গিয়ে:
খুঁজে খুঁজে হাতরায়ে মৃত্যুরে আমি
তাহার হাতে আমারে তুলে দিতে চাই!
তারপর ঘুমাবো শান্তির মতোন এই ঘুম‚
জেগে থেকে পাবো নাকো ব্যথা আর
মানুষের অবহেলা দোষের দায়ভাগি
হবো নাকো কোনোদিন কোনোদিন আর!
হৃদয়ে যে বেদনা জাগায় আঘাত
রক্ত হয়ে তাই ঝরে শিকারীর গুলিতে
ঝলসে যাওয়া নির্দোষ পাখিটির মতোন!