মৃত্যু, এক জীবনে আমি তুমুল কষ্টের স্বাদ পেয়েছি
আমার হৃদয় আজ দণ্ডিদের মতো এক নয়,
প্রাণ বলতে যে কিছু আছে
আমি আজ তাই হারাতে বসেছি;
তারপর তুমি আসিবে আমাকে নিতে
বলো না তুমি আমাকে কোন স্বাদ দিতে চাও?
তুমি যদের পরাজিত করেছ
এবং আনন্দচিত্তে চলে গেছো উর্ধ্ব জগতে
তারা সবাই ছিলো বিলাসবহুল,
দারিদ্র্যেকে তুমি মারতে পারনি
আমাকেও পারবে না কখনোই না!
জানি তুমি চিরন্তন এবং ভয়ংকর রকমের
আমি তাতে মোটেও বিচলিত নই;
দারিদ্র্য জানে মৃত্যু স্বর্গের সুখ।
তোমার ডাক শুনে সমুদ্র রৌদ্রেরও চিল
একদিন ভয়ে কুঁকড়ে উঠবে
কেটে যাবে গাঙশালিকের ভীড়—
আমি তবু তাদের মতো এসবের ভীতু নই।
ছোট্ট একটা ঘুম কেটে গেলে জেগে উঠবো চিরতরে
তখন দারিদ্র্য বলে কিছুই থাকবে না
মৃত্যু সেদিন তুমিও থাকবে না আর!