মনে আছে তোমার স্মৃতির পানে,
বস্তির মত ছোট একখানা ঘর
অন্ধকার ছায়ায় নিস্তব্ধ জগত সংসার
নাই দু’মুঠো অন্ন মুখে দিবার।
অনেক কষ্টের জীবন সেদিন
করিয়েছ পার ধরণীর বুকে,
ভালো বস্ত্র, নাইকো কপালে চাঁদ টিপ
মলিন ছাপে দেখা যেত তোমারে
রূপসী শঙ্খের করুণ চেহারায়।
মাঝে মাঝে তোমার বুক ভরা আর্তনাদ
শুনাতে আমাকে বিশাল বটগাছটির নীচে
যদিও তখন সাহায্য করবার মত
ভালোবাসা ছাড়া ছিলো না তো তবু কিছু।

আমাদের আবেগ যৌবন সবই ছিল
দূর দূরান্তের ডানা ছেঁড়া শঙ্খচিলের মত
একটি দীর্ঘ নিশ্বাসের ভিতর।
আকাশ ছোঁয়া অইসব ককেরা যখন
রংধনুর বিকেল নিঙরিয়ে ফিরতো,
দেখা যেত তখনো তুমি শেষ সন্ধ্যা পর্যন্ত
দাঁড়িয়ে আছো পৃথিবীর আয়ত্বটা বুঝিতে।
নাই দের যুগ আগের সাথে আজিকের মিল
ঘুঘু, মাছরাঙাও বলে নাকো কথা এখন আর
আমাদের হৃদয় ডানা ছেঁড়া শঙ্খচিল!