রুবাইতা, তোমাকে আমি বড্ড ভালোবাসি
তাই কলেজ ক্যাম্পাসে তুমি হেঁসে দুলে;
অন্য কোনো যুবকের সাথে কথা বলো
এমনটা আমি প্রত্যাশা করি না!
হৃদয়ে তৃণ ঝরে প্রতিদিন না বলা কথা গুলো
যেই আশা দূরাশায় মরে গেছে;
শিরীষ আঁধারে জোছনালোকে একেঁছি
অনেক খানি স্বপ্ন তোমায় নিয়ে!
রুবাইতা, দুধ শাদা কচি দাঁতে অমন করে
হাসিও না তুমি আর ক্যাম্পাসে;
কি কথা? কি গান গাও তাহাদের পানে?
যেই স্তরে ঝরে শিশিরে পাতায় রাত্রি মাথা তার
ঠিক তেমনি ঝরে বুকের পুকুরে ব্যথা!
আমার চোখ দিশাহারা হচ্ছে তোমাকে ভেবে
যেন তুমি ছাড়া পৃথিবীতে কোনো নারী নেই;
মাতাল বাতাসের মত ছুঁটে যাই
যখন কিছুই লাগে না ভালো!