চলে যাবো একদিন মৃত্যুর ডাক শুনে
তোমাদের এই বাংলার দেহ ছেড়ে;
ছিন্ন খঞ্জনার মতোই ছিড়ে যাবে সেদিন
পৃথিবীর থেকে জীবনের স্বাদ বিষাদ!

যখন থাকবো না আমি তোমাদের মাঝে
এক জীবন্ত প্রাণ নিয়ে শরীর ভাসিয়ে;
তখন যদি মনে পড়ে আমার এ কবিতাখানি
রাত্রি প্রভাতে তোমাদেরই স্মৃতি স্মরণে!

আমি নই তবু বিখ্যাত কবিদের মতোন
পারি নাকো ছন্দে পুরাণকাহিনি গুছিয়ে লিখিতে;
অভিলাষহীন লিখে যাই তোমাদের তরে
মৃত্যুর পরে যদি স্বার্থক হয় এই ভেবে!