তুমি আজ অন্য পথ খুঁজো কেবলই
আমিও খুঁজি পথ তোমার থেকে!
তারপর যখন দু’জনই ছিন্ন হব মুখ ফিরিয়ে
ভালো থাকবো আমরা এ পৃথিবীতে—
তোমার থেকে আমি অথবা আমার থেকে তুমি?