কোনো এক অন্ধকারে আমি চলে যাব
সবাইকে ছেড়ে তোমাদের এই দেশ থেকে;
শুনিবে সে খবর বিদায় কেতন নিশুতির আহাজারি।
জানি সেদিন আর তোমার দু’চোখ
আমাকে পাবে না খুঁজে পৃথিবীর পারে!

ছেড়ে যাব বাংলার মাঠ বন
জোনাকির দেশ ছেড়ে কবেকার মৃত্যুর সাথে;
দেখিবো না হিজল শীরিষের ফাঁক দিয়ে
একটি ফুটফুটে চাঁদের সোনালী মুখ—
নক্ষত্র প্রেমিকের সারারাত জেগে থাকা!

অশ্বত্থগাছের পাতা কেবলই নীলঘাসে শুয়ে আছে
থেমে নেই তবু শালিকের আসা-যাওয়া;
দোলে বন্য পানলতা আহা কি এক
আলো বাতাস হৃদয় ছুঁয়ে তার
আমি চলে যাব এইসব ব্যথা বুকে লয়ে!