বিশ্বাস করো আমি তেমন কিছু চাই না
এই যে মানুষের হাজার হাজার চাওয়া পাওয়া
এ-সব কিছুই আমি চাই না!
কিন্তু তুমি জেনে খুবই অবাক হবে
থমকে যাবে শুনে তোমার নরম হৃদপিণ্ড,
আমার সমস্ত চাওয়া পাওয়ার ভীড়ে
আমি শুধু তোমাকেই চাই!
হঠাৎ হঠাৎ কখনো মনে হয় যেন
আমি তোমাকে একবার পেয়ে গেলে
আস্ত পৃথিবীটা আমি পেয়ে যাব!
তারপর পরে রবে এই জগত সংসার
আমাদের খুব সুন্দর একটা সংসার হবে,
তোমার কোলজুড়ে ফুটফুটে একটা শিশুর জন্ম হবে
নাম রাখবো তোমার দেয়া আরোশী মালা!
আমাদের বিপুল অর্থসম্পদের প্রয়োজন নেই
সম্পদ থাকুক সীমিত সুখ থাকুক ঘরজুড়ে!
কোনো এক গভীর জোছনা রাতে
নক্ষত্রের আকাশ কহুক কণ্ঠে বলবো
আজ আমি তোমার সব কথা রেখেছি
যেই প্রতিশ্রুতি একদিন দিয়েছিলাম তোমায়!