১)
কঠিন সময় এক মুহূর্ত এখন করিতেছি পার
প্রতিটা দিন যেন এক একটা পরিপূর্ণ বছর;
জীবনের কোনো বিশ্রাম নেই আজকাল
তবুও চাই ঢের বিশ্রাম লোমহর্ষ ক্রান্তি ছেড়ে;
কোথাও জোটে নাকো একটা চাকরি
কোথাও খালি নেই কর্ম চক্ষে শুধু পিপাসার ঘুম;
আমাদের হৃদয় বেদনার শঙ্খের মতো নিশ্বাস ঝরে
কাউকে পারি না এ ব্যথা কোন ক্লান্তি ঝরে!
২)
এইসব পথেঘাটে বাজারে রেললাইনে ঢের মানুষ
এক চিন্তার বোঝা কাঁধে নিয়ে হাঁটে শুধু;
যাদের জোটে না সামান্য কোনো চাকরি
হয়তো বা নিরুৎসাহিত হৃদয়ের কাছে
পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ প্রশ্ন তুলে?
যেখানেই ব্যক্ত করি আমি এ জীবনরে
পরাজিত সৈনিকের মতো ফিরি বিষাদ গ্লাণি নিয়ে
তারই ফসল যেন মৃত্যুকে আলিঙ্গন করে!
৩)
জন্ম জন্মান্তর বোধ হয় দুঃখে দুঃখেই যাবে
কবে আর করিবে সুখ আমারে মহৎ;
যেই সুখের পিছু আমি ছুটেছি কতকাল
তবু তার মুখের সন্ধান আমি পাই নিকো;
পৃথিবীতে কিছু মানুষের জীবন মনে হয় এমনই
কোনোদিন কোনোদিন তারা সুখের মুখ দেখিবে না;
দাও দাও যত পারো দাও অসীম অসীমতর কষ্ট
আমি তবু তোমারেই ভালোবাসি দুঃখেরেই!
৪)
স্বপ্ন যখন আকাশ ছোঁয়া সোনার হরিণ
হৃদয়ে তা লালন করার কি দরকার?
থাকুক সব অস্বপ্নেই পরে আজ বসুমতীর ঘরে
দারিদ্র্যেকেই আমি চিরসতীন করে নিয়েছি;
চাকরিও নেই কর্মও নেই এর থেকে সুখী কে আর
নিজেরে আমি নিয়তির পানে সোপর্দ করেছি;
মানুষ ভালোবাসুক আর না বাসুক
একদিন মরে গেলে কে কারে মনে রাখে?
৫)
শরীর যার প্রতিবন্ধী কোথাও তার সুরলোক নেই
সবাই যে তারে অবহেলার প্রতীক আখ্যা দিছে
আত্মা তা আজ নয় ঢের আগে পেয়ে গেছে টের।
সবই তো সৃষ্টির উজ্জ্বল মহিমায় মনোরথ—
পাখির সুরের মতো আমার বুকফাটা বিরহ গীত
ভেসে যায় কোন দূর অপলকে হায়
কেউ তাহা জানে নাকো এই ব্যথা কোন ব্যথা
ঢেউয়ের মত সবাই বুকের উপর পারা দিয়ে চলে যায়!
৬)
আমরা নরম হৃদয়ের মানুষ বলেই পেয়ে যাই
তুমুল কষ্টের স্বাদ অল্পতেই কারু থেকে;
বড়ো বড়ো উচ্চ মঞ্চে যারা করিয়েছে আহরণ
গরীব দরিদ্র যেন চোখে তার পথের ধূলোর ময়লা;
আমি তবু এইসব লোকদের ঘৃণা করি
তাদের হৃদয় যে নর্দমা আবর্জনার স্তুপ;
নক্ষত্রের একই পৃথিবীতে আমাদের সবারই বাস
তবু কতো অহঙ্কার কতো অপচ্ছায়া একে অপরের প্রতি!
৭)
মন যখন ভালো নেই আমার হৃদয়—
আকাশের নীলপথ ধরে পাখি মেঘ কোথায় যায়
হৃদয় তুমি তবু পাখি নও মেঘ নও
অপরাহ্নের বাতাসে পিপাসার স্বাদ মিটাবে।
যে জীবন পথে পথে ভিখারি দোয়াসিনী
তাদের নাই কোনো শান্তি নাই কোনো প্রাপ্তি;
আছে শুধু এক পাহাড় সমান ব্যথা খরস্রোতা
একমুঠো অন্ন জোগাতে আত্ম-চিৎকার!