চৌদিকে শুধু তাজা রক্তের ঘ্রাণ ভাসছে
রক্তাক্ত গোটা বাংলাদেশ কাঁদছে;
রক্তের ক্ষত-বিক্ষত চিহ্ন মুছেনি
হৃদয়ে শান্তি নেই কতোদিন যাবত্!
ওরা হাসপাতালের মুমূর্ষু বিছানায় শুয়ে আছে
অথবা রাজপথে অলিতে-গলিতে;
এখনো রক্তের স্রোত বইছে অকাতর
আমি কি করে ভালো থাকি বলো?
বায়ান্ন একাত্তরে রক্তে গোসল করে
নয় মাস যুদ্ধ করে পেয়েছি একটা স্বাধীন দেশ;
ভেবেছি এই রক্তের দাগ মুছে গেলে ‘পর—
আমরা আর রক্তে ভাসবো না কোনোদিন!
কিন্তু হায় আপসোস বৈষম্যের বেড়াজালে
একটি দাবিতে আমার ভাই-বোনদের;
কতো রক্তের দাগ দিতে হলো প্রাণ বিসর্জন
আমি তবু বেঁচে আছি অসহায়ত্ব নিয়ে!
গভীর ঘুম থেকে জাগো বাঙালি জাগো
চেয়ে দেখো কতো অবহেলা ছলনার ঢেউ;
একটি অসুস্থ বাংলাকে পূর্ণতা দিতে
আমরা আবার এক হবো সুন্দর প্রজন্ম গড়তে!