মনে থাকবে বছর খানেক পড়ে
আবার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে
নিঃসহায় নগরীর রাস্তাঘাট ছেড়ে
হয়তো বা বছর খানেক পড়ে ফিরে আসবো।
ঠিক তখন এখানেই দু’জনে দেখা করবো
এই তরুলতা কীটপতঙ্গ সাক্ষী
নীলিমার তলে ঠিক এখানেই দেখা করবো,
তোমার সঙ্গে আমার প্রেম অনন্তকালেও ফুরাবে না
জীবন শেষ হবে— শেষ হবে না তবু ভালোবাসা।
জীবন চিনেছে তোমারে
তাই জীবনের সাথে আছো জড়িয়ে;
পৃথিবীর আকাশে রৌদ্রে মেঘে যেই চিল—
খুঁজিয়েছে একটু সুখের সন্ধান দীর্ঘ নিঃশ্বাসে
আমি খুঁজিয়েছি সেই সুখ তোমার ভিতরে এসে
গাজীপুরার অলিতে-গলিতে সর্বত্র।
একদিন পৃথিবীরও ক্ষয় হবে
গাজীপুরা তবু অমর হবে আমার কাছে
চিরকাল তার কথা মনে থাকবে।
ব্যথার দুয়ারে আহত প্রাণ
কেবলই ফিরে চায় তোমার পানে বারেবার।
ওই মুখ দূরে থেকে কেমন করে ভুলি
যাহার পৃষ্ঠে ছায়ার মতো মিশিয়েছি আমি
কতকাল যেন ফুরাবে আবার তোমারে না দেখে দেখে।
নীলিমায় নীলিমায় তোমার মুখ,
বাতাসে বাতাসে তোমার গীত,
পথে পথে তোমার পায়ের ছাপ,
আমার হৃদয়ের কারাগারে যেন সব বন্দী।
আমি বেঁচে রবো তোমার জন্য
তুমি রবে আমার জন্য
আবার আমাদের দেখা হবে কোনো এক কুয়াশার ভীড়ে
টুকটুকে শীতের রাতে নীল জোছনার ‘পর—
হয়তো বা এই গাজীপুরায়— হবে নাকি দেখা?