আমি বিচ্ছেদ চাইনি
সব সময় এমন একটা সম্পর্ক চেয়েছি,
যেখানে আজ থেকে ষাট বছর পরেও
মানুষ দেখে বলে তারা আজো এক সাথে!
আমি সর্বদাই তোমার মঙ্গল চেয়েছি
চেয়েছি শঙ্খচিলের মত ডানায় গুঁজে রাখতে,
পায়রার তীরে একা বসে আছি
যতদূর চোখ যায় ধূসর সচ্ছল প্রাণ,
হায় পাখি তুমিও হারিয়ে যাও তাহার মতো
অতিদূর সমুদ্রের পর!
তার চলে যাওয়া নিঃসঙ্গতা আমায় গ্রাস করেছে
এই পৃথিবীর পারে আজ,
উত্তাল ঢেউয়ে ভেঙ্গে যায় হৃদয়
কূলের মাটির মত ক্ষয়ে ক্ষয়ে,
বাউলের কন্ঠে ঝরে গেছে সুরের বজ্র
ফুটে নাকো এখন আর প্রতিদিন!