কতটা কাল আমি এমন ভাবে নিজেকে ভেঙে চূড়ে
নিঃসঙ্গতার আঁধারে জীবনরে ডুবিয়ে রাখবো,
পৃথিবী তার আদিম রূপ ছেড়ে
যেন আরেক পৃথিবীর জন্ম নিলো,
পুরনো সেই পরিচিত পথঘাট
শহর বন্দর সব কিছুর চিত্র পাল্টে গেল,
আকাশে আকাশে সমুজ্জ্বল রাত্রি যাপন করে
যেই নক্ষত্রেরা প্রেমের পশরা গেয়ে
ক্লান্ত শেষ প্রহরে ঘুমিয়ে যেতো
দেখো নব্য সন্ধ্যায় তারা আবার জেগেছে?
যেই লেংটো অবুঝ শিশুটি সমস্ত উঠানে উঠানে
নিজেকে ধূলো-ময়লায় লুকিয়ে রাখতো
সে-ও আজ পরিবারের দায়ভার কাঁধে নিয়েছে,
আমি তবু সেই স্বপচরা অন্ধকারে রয়ে গেলাম
তোমাকে হারানোর গভীর বিরহ বিয়োগে,
উনিশ বছর কখন শেষ হয় গুনিতে গুনিতে
জানালায় জানালায় চোখ ঝলসাই পর্দা তুলে
ও আমার প্রিয়দর্শিনী তোমার নীরন্ধ্র প্রতীক্ষায়!