আচ্ছা এই যে এতো কাছে তোমার
পাশাপাশি বসিয়েছি আমরা দু’জনে
তবু যদি একদিন ভালোবেসে আমি
অঘ্রাণের ধূসর ভোরে যেই শালিক
হারিয়ে যায় কুয়াশার গভীর ভীড়ে!
সেইদিন থাকবে আমারে তোমার মনে!
ব্যথিত কবি আমি এক পথে পথে
কোথাও গিয়ে পাই নাকো শান্তি!
অস্থিরতা আজ রাখিয়েছে ঘিরে—
চারিদিকে বেবিলনের নোনা জল ভাসে
আরও কতো নগরী ধ্বংস হবে
আমার মনের মতো ভেঙেচুরে হায়!