সেইদিন হয়তো আমি দেখিব না বাংলার আকাশে
অসংখ্য শঙ্খচিল সাঁতরায়!
দুধ শাদা ফুলের গন্ধে এসেছে ভ্রমর
আঙিনার পরে এই মাঠে বাউল কন্ঠে তার!
সেই রাত্রির অন্ধকার ডালে যেই পাখি
গেয়ে গেলো মনের সুখে গান!
হয়তো বা তারই সুরে শুনিব না আমি আর
এইসব গান নির্জন সরবে!
সেইদিন আমার চোখ অনন্ত ঘুমে আসিবে
অন্ধকারে বুঝে অবনীর ঘরে!
কালকে যেই নারী মরে গেলো রূপ নিয়ে কবরে
যে রূপ ছিলো তার বহুদিনের অহঙ্কার!
সে তো আর নাহি ফিরে আসে
এ পৃথিবীর খোঁজ নিতে— আসিবে কি আর?