এসেছে অঘ্রাণ আজ চারিদিকে
তারই নবরূপে বইছে বিমুগ্ধ প্রাণ;
হৃদয় ছুঁয়ে যায় সোনালী ধানের গন্ধ
নাই নারি-মুখে আজ কোনো কথা!

পথে পথে ঝরে গেছে পাতা সব
নতুন যৌবন আসিতেছে বলে;
কে যেন দেহ ঝুঁকে কুড়িয়েছে পাতা
ডোলা ভরে নিয়ে যায় বাড়িতে!

খেতভরা পাকা ধানে পড়িছে মই
বিষন্ন ঝরা কুয়াশার ধূসর প্লাবনে;
চারিদিকে চক্ষু বুলাতে মিটে যায়
জীবনের অনন্ত স্বাদ এইখানে!

এই অঘ্রাণের ভালোবাসি চিরকাল
শীতল হাওয়া ভরে দেয় মনটুকু;
পাখির সুমিষ্ট কলরবে জেগে উঠে ধরণী
হারিয়ে যা-ই আমি যেন তারই গভীরে!