আরাফাত, এ আঁধার কেটে যাবে একদিন
জাগিবে নবসূর্যের মুখ সমুজ্জ্বল পৃথিবী ভরে;
হয়তো বা শেষ হবে দুঃখের করাঘাত
তবুও হৃদয় কেন এতো কাঁপে?
পৃথিবীর পথে দু’দিন বেঁচে থেকে
যখন মানুষের ভাষা আমি বুঝে গেছি;
কেমন করে হৃদয় ভাঙে তিলেতিলে
আপন মানুষের কাছে কতোটা অসহ্য
সবই জেনেছি বেকার জীবনে এঁকে এঁকে হায়।
আমি তবু এই পৃথিবীর মানুষরে ভালোবাসি
চাই তার ছায়াতলে একটু আশ্রয়!

জীবন তো বৃহৎ সমুদ্রের মতো এক বিহ্বল
কোথায় যে তার শেষ কেউ তাহা জানে নাকো?
কখন সোনালী রৌদ্র মেঘের রাজ্য জয় করে
পূর্ব দিগন্তে হেসে উঠবে আরেকটি দিনের জন্য;
সমস্ত পৃথিবীরে সমুজ্জ্বল আলোকিত করতে
সবই শুধু সময়ের কেবল পায়তারা খুঁজে।
আরাফাত, যে জীবন বিষে জর্জরিত
মানুষের আঘাতে রক্ত ঝরেছে দেহ থেকে;
তাই ভালো— পৃথিবীর বিল গেট, আব্রাহাম, ম্যান্ডেলা
জানো নাকি তাদের ইতিহাস “কেমন করে—
জীবন যুদ্ধে সফল হয়েছিল সেইসব মানুষেরা!