মৃত্যুর ঘুমে আমি যখন ঘুমিয়ে যাবো
কোনো এক রাতে অথবা দিনের টানাপোড়েনে—
চারিদিকে অ্যানাউন্স্ হবে মাইকে‚
আমি নাই শাশ্বত চিরায়ত পৃথিবীর ভীড়ে‚
সেইদিন হয়তো সবাই হয়ে যাবে পর!
আমার জন্য একটা কবর খনন করা হবে
খুব যে বড়ো একটা ঘর তাও নয়—
এই ঘরেই আমার চির-সমাধিস্থ হবে!
মৃত্যুর পরপরই আমার আপনজনরা ছোটাছুটি করবে
কেউ যাবে শাদা কাপড় কিনিতে‚
কেউ যাবে গোসল করাতে‚
কেউ যাবে লাশখাট আনিতে‚
কেউ যাবে কবরখানা দেখিতে‚
যেখানে আমাকে তাঁরা রেখে আসবে!
নির্দিষ্ট সময়ে সমস্ত অতিথিরা উপস্থিত হবে
শত-শত হাজার লোকের ভীড়ে সমাগম হবে
আমার শেষ বিদায়ের জানাজা নামাজে!
কি বিমুগ্ধ নয়নে তাঁরা আমাকে বিদায় দিবে
আর আমার আত্মারা তা দেখবে‚
অথচ কেউ এই চিতকার আহাজারি শুনবে না!
আমার অনন্ত মহাযাত্রা আমাকে নিয়ে যাবে
অন্য এক পৃথিবীর মুখোমুখি হবার পুনরুত্থানে
যেইদিনের প্রতিশ্রুতি আমার রব আমাকে দিয়েছিল!