হৃদয়ে আনন্দ মনের ভিতর আনন্দ
আনন্দ যখন সবখানে বয়ে বেড়ায়;
আমরা তখন পৃথিবীর পথ ছেড়ে
সোনালি চিলের পাখনার জোয়ারে
তোমার হাতে আমার হাত—
আমার হাতে তোমার হাত রেখে
নীল আকাশে দিব গা ভাসিয়ে!
বাংলার মাঠে বনে ডাকিবে ঘুঘু
কাহার হৃদয় খুঁড়ে বেদনার জগতে;
দোয়েলের কণ্ঠ বিরহে অঙ্গার ক্ষতবিক্ষত;
মাছরাঙা থাকিবে মন আর জলে মিশে;
কলমিলতা ভাসিবে শ্যাওলার মলিন বুকে;
আমরা থাকিবো এইসব গন্ধ ছেড়ে
নীল আকাশের সোনালি চিলের পাখনায়!
পাবে নাকো কেউ আর আমাদের খুঁজে
সমস্ত স্বাদ মিটিয়ে ফিরিব আবার;
সমুদ্রের কন্ঠ ছিড়ে খায় যে পাখি
আমরা যাবো থেকে ইহাদের ভীড়ে
দেখিবো পৃথিবীর আয়ত্ত্ব কতো সুন্দর!