এমন কাউকে জীবনে চাই
যেই আমাকে ভালোবাসিয়াছে
অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি।
যার দেবার মতো নেই কিছু
কিন্তু রাখি দিয়েছে বিশাল একটা মন
অসীম ভালোবাসা জুড়ে!
পর রাত্রি এলে পরে—
সবাই যখন ঘুমিয়ে পরে নীরব নিস্তব্ধ চারিদিক
সে তার দুই ডানা চাতক পাখির মতো মেলে
সোনার পালঙ্কে ভাবে শুয়ে শুয়ে কল্পনার জগতে
কেটে যায় রাত্রির পর রাত্রি
তবুও চক্ষে নেই তার ঘুম!
সে যেন বলে আমায় যুগযুগ ধরে
কই আছেন আপনি—
অনেক খুঁজেছি আপনারে—
চক্ষু বুঝিতেই পাই দেখিতে!
তাই পারি না ঘুমাতে!
কবে হবে আপনার সাথে আমার দেখা!
রেখে দিয়েছি অনেক ভালোবাসা
যুগের সঞ্চিত সবটুকু জমিয়ে‚
আপনারে দিবো বলে তাই—
তারাতাড়ি আসুন আমার রক্ত মাংসে
আমার হৃদয়ের মনিকোঠায়!
তার জন্ম যেন নীল বাংলার ছোট্ট এক ঘরে
পৃথিবীর সমস্ত চিন্তার থেকে বিমুখ প্রাণ।
নিজেকে লুকিয়ে রাখে সবার থেকে
থাকে সে সবার আড়ালে আত্মগোপনে!