আমি ভালোবাসি এই তোমারে—
তোমার এই চোখ, চোখের শূন্যতা গোধূলি—
এলোকেশী চুল, বিবর্ণ চাহুনি—
হৃদয়ে প্রেমের দিন আসে অহরহ
মুখোমুখি বসিবার মুহুর্ত ক্ষয়ে!
তবুও সময় যখন ফুরিয়ে যাবে
এই মাঠ ছেড়ে তুমি যাবে চলে,
জীবনের পানে তোমারে পাওয়া আমার
ভোরের কুয়াশার মতো একটুকরো চোখের শান্তি
ঝরে পারে সেই স্বাদ অকুতো ভরে!
তোমার ছবি আঁকি হৃদয়ে হৃদয়ে
যেন তারপরও তোমারে আঁকা হয় নাকো,
এখন তুমি জীবনের উচ্ছ্বাসে রঙিন,
একদিন না দেখিলে মনে হয় তবু
কতোকাল ধরে দেখিনি আমি তোমারে!
চুপচুপে নিয়েছ কবে আমারে দখল করে
তবু প্রেম, তবু এতো ভালোবাসো,
জানিয়েছি আজ তোমারে কাছে পেয়ে,
কতো গভীরতায় পারও আমারে সিক্ত করতে
একখানা আধখানা লুকানো বিস্ময় নিয়ে!
শুধু শান্তি, শুধু হিম রয়েছে যে কোথায়
ভালোবেসে কাছে এসে আমার মনের থেকে
কুড়ায়ে করেছ শত শতাব্দীর সব আহরণ,
পৃথিবীর এই শেষ বিকেলের মতোই
তোমার রূপ রস ছড়ায়ে পরে চারিদিকে শুধু!