আমি তোমাকে চেয়েছি
যখন পৃথিবীতে ডাইনোসরেরও জন্ম হয়নি—
আজ থেকে কোটি কোটি বছর পূর্বে
আমার হৃদয় উপশিরায় তুমি!
দূরের কোথায় ঐ করঞ্জার চূড়ায়
বুনোবাতাস বইছে শোঁশোঁ শব্দে
গভীর আবেগ মনস্থ নিয়ে;
এইসব আবেগ এইসব গাছের মতোন
রয়ে গিয়েছে আমাদের হৃদয়েও ঢের!