আমি কবি— পৃথিবীর কবি—
তোমারও কবিতা লিখে যাই গভীর প্রেম নিঙড়ে।
ভাষারা সব থুবড়ে গেছে
কিন্তু আমি চাই
পৃথিবীর সমস্ত শব্দগুলো জড়ো করে
লিখবো তোমাকে নিয়ে।
হৃদয়ে পেয়েছি প্রেম
একদিনে এ প্রেম আসে নিকো আমাদের তরে।
তুমি সখী উতালপাতাল সবুজ ঘাসের নীড়
যেন আমি ঘুমিয়ে থাকি সে বুকে জনম বুঁদি—
এক ঘুম পোহাতে না পোহাতে
আমি চেয়ে রবো তোমার মুখের পানে।
ভয়ার্ত মেঘের দুপুরে
কবরির ফুল— কই থেকে নিয়ে এলে তুমি বালা!
যদি গাঁথিতেই হয় মালা
তবে গাঁথো হৃদয়ে প্রেমের মালা
যেই মালা কোনোদিন শুকাবে নাকো
এমনই মালা যদি পারো দিতে উপহার।
শুনেছি শীতল কণ্ঠে গান
যৌন কুয়াশায় ছেয়ে গেছে গো আমার সমস্ত শরীর।
হরিণের চেয়েও নেই তো কম নারী কবিদের শ্রাবণ শক্তি
থাকি নাকো যতদূরে সেথায় পরে—
গভীর বাতাসে জোনাকির স্তব্ধতায় পাই টের
তুমি গান গাও কতো গান গোধূলির তীরে এসে!