আমার এই পূর্ব বাংলা
খেটে খাওয়া দরিদ্র মানুষের দেশ?
নিত্য পরিশ্রম এনে খাই দিন!
ষোলো কোটি হৃদয়ের দাবি শান্তি চাই!
যদি দেশে থাকে শান্তি
করিবে না গেরস্তলি আহাজারি যন্ত্রণায়!
আমরা বাংলায় জন্মেছি
সারাপথ দিয়ে মোদের হাঁটাচলা;
সেইদিন এ-ই শব্দ এসেছিল যখন
বাংলার মুখ পৃথিবীর মানুষ —
দেখেছিল চোখে অপরূপ ঘিরে!
শুরু হয় তখন বঙ্গ বাঙ্গালা বাংলা —
সৃষ্টি হয় স্বাধীনতার পূজারী!
বিচিত্র রঙে ঢেউয়ে চলিয়াছে পদ্মপাতার মতো
এঁকে একে অজস্র বর্ণ সবুজ
তেরো শত নদীর বুকচিতিয়ে মোহনায়!
রাশি রাশি ক্ষেতভরা ধানের গন্ধে
কৃষাণীর মুখে নবান্নের ঘ্রাণ
অঘ্রাণ একচ্ছত্র হাসি তার আলপনা জুড়ে!
আমার এ-ই পূর্ব বাংলা কোটি হৃদয়ে
সোনার প্রেমে গাঁথা নীল তমালের দেশ;
যেখানে রাতের অন্ধকারে জোনাকিপোকা মাতে
উত্তরের বনে নেচে-গেয়ে স্তব্ধতায়!
ইছামতী‚ শঙ্খ‚ ধলেশ্বরী‚ পদ্মা‚ মেঘনা
কিংবা যমুনার বুকচেরা জলাঙ্গীর দেয় অগাধ জল!
দেখি সেইখানে নির্জন চড়ে —
শালিকের‚ বকের‚ গাঙচিলের সাথে
বাঁধভাঙ্গা নদীর ঢেউ মাতে উল্লাস খুঁজে!
এইসব হাজারো অববাহিকা নিয়ে
আমার এই পূর্ব বাংলার হাসি-কান্নার বহি মিলন!