মনে পরে গো— বেশ মনে পরে—
ওখানে তারে দেখেছি ফুল তুলতে;
এসেছিল চুপেচাপে শান্ত পায়ে
জানালার পরে দেখিয়েছি সেই নারীরে!
শব্দের ক্ষুদ্র স্বরে ফুসফুস করে
আমারে যেন সে বলে যায় কানে কানে;
যেই কথা হলো নাকো আজো বলা
রয়ে গেলো মন অন্দরমহলে ডেকে!
এসব সবই যেন আমার হৃদয়ের আনচান
তারপর কার তারা খেয়ে চলে গেলো;
আমার বিষাদের চোখ মুছে দিয়ে
আরও বিষাদময় বিবর্স করে নারী!