তুমি যাইবে চলে সে এক বিশাল কথা
কিন্তু আমাকে একটি কথা দিয়ে যাও।
তুমি যেখানেই থাকো আমাকে ভুলো না
তুমি আমার আবহমান কালের ভালোবাসা।
অনেক স্বপ্ন এঁকেছি তোমাকে নিয়ে
গোধূলি আলোতে শরতের হীম ঘাসে।
তোমার নিশ্বাস আজো আমার নিশ্বাসে জড়ানো
রাখিও অন্তরে তুমি আমার আবহমান কালের ভালোবাসা!