আমাকে তুমি যত সম্ভব ধীরে ধীরে ভুলে যাও
আমিও তোমাকে ভুলে গেছি অনেক আগেই;
ফাল্গুনের ঝরা পাতার মতই ঝড়ে গেছ দেহ থেকে—
ভালোবাসাও মরে গেছে সেই কবে’ তবু—
দুটি হৃদয় একই পৃথিবীর একই নিঃশ্বাসে
জ্বলে পুড়ে ছাই হয়; শব্দ নাই সে আগুনে হায়!
যতদিন তোমাকে আমি ভালোবাসা করেছি দান
দিয়ে গেছি হৃদয় নিভৃত করে যত প্রেম,
সহসা দিনমান শেষে কি পেয়েছি তোমার থেকে
নির্লিপ্ত সুখ আজ তোমার অন্তর ভাসিয়ে রেখেছে:
যেইদিকে ইচ্ছা হয় উড়ে বেড়াও সোনালী চিলের
ডানার হাওয়ায় যেন ওইসব দূর দূর আকাশে!
ভাঙনের মত ধসে ধসে ভিতর বাহির ক্ষয়ে যায়
জানি, আকাশের থেকে একদিন নক্ষত্র নিভে গেলে পর
পুনরায় আবার জেগে উঠবে অগ্নি ভরে;
যদিও প্রেম ভালোবাসা এরকম নয় যে—
একবার হৃদয় থেকে মুছে গেলে আবার জেগে উঠবে!