আলোর ভিতরে গিয়ে আমি সেই মুখ
এই জীবনের দার খুলে কতোবার দেখলাম;
আমার মনে জন্ম নেয়া হাজার হাজার কথা
বলিলাম সবেগে বেরিয়ে এক নিমিষে;
তারপর কোথায় সেই নারী সেই মুখ
ভালোবেসে কাছে এসে তবুও হারালো!
রাতের শিশির স্তব্ধ হয়ে আজ হৃদয় টাটায়
কোথাও নিয়ন্তা নেই পুরুষ হৃদয়ে;
বলি ব্যথা সব তোমারই বয়ে যায় পৃথিবীর পর
আমারে দিয়েছ যতকাল যত বেদনার শান্তি;
যদি আমি মরে যাই সরে যাই দূরে আজ
পাবে কি তবুও সুখ তুমি স্বস্তির নিঃশ্বাসে?—