কবিতার পাতায় তোমার কথা লিখিতে লিখিতে
কখন যে এলো সব ফুরিয়ে অচীর বসন্ত
প্রাণে জড়িয়ে এ ধরার মাঝে হায়।
চারিদিকে যে আজ অজস্র থোকা ভরে
সবুজের ডালে নতুন ফুলের আগমন।
রাঙাবে কি হৃদয় বসন্তের ঢেউয়ে
তোমার অঞ্চল সমুজ্জ্বল প্রভাতে!

মাধবীলতার বনে কাহারা আজ
সাজিয়েছে ফুলের ঘর ভ্রমরের গুঞ্জনে;
খররৌদ্রে ছায়াতলে লবে না-কি
বসন্ত স্বাদ সঞ্চয় করে হৃদয়ে কভু।
ডাকে যে শিমুলের ডালে কোন কোকিল
দিবে না-কি সাড়া তার ছন্দঃস্রোতে!

অন্ধকারে ঝরিতেছে ধীরে ধীরে নিশীথ
সমস্ত আকাশ জোছনার আলোয় আলোকিত;
গাঁথিব কাল মালা সুতো কাঠি দিয়ে
কাহারে দেবো উপহার সংগীত সংবরণে
বলিতে কি পারো মন— কাহারে দেবো!