এখানে নীল আকাশ এক চারিদিকে
তারই তলে ফুটিয়েছে কাশফুল
আশ্বিনের প্রাণ গিয়েছে ভরে
আমারও হৃদয় হয়েছে আলোক বিপিন।
আঁখি যেন এই রূপ কোনোদিন দেখে নিকো
এমনই কাশের রূপ ছড়িয়েছে থরে বিথরে;
ও মন উদাসী মন হারাবি নাকি?
এইখানে শাশ্বত কাশের ভীড়ে
যেখানে বাংলার নারীদের হৃদয় হয়েছে শীতল!
[কবিতার রচনাকাল : ১৫/১০/২০২২ইং]