একদিন মনে করিয়েছি তোমারে বুঝি
কোনোদিন আর দেখিবো না এই চোখে!
সব স্বপ্ন আকাঙ্খা ভেঙেচুরে চলে যাব
দূর থেকে দূর আরও দূর কুয়াশায়—
সে পাখির মতোন উড়ে উড়ে এক সময় তলিয়ে!