একদিন চলে যাব তোমাদের মাঝ থেকে
কোনো এক শ্রাবণ বৃষ্টির মতো ঝরে;
হয়তো ফিরিব না জীবন্ত আত্মা নিয়ে
তোমাদের কাছে এই পৃথিবীর ‘পর—
অনেক ঋণ রয়ে গেছে হয় নিকো পরিশোধ
বাংলার আলো-বাতাস আমার হৃদয়ে;
এসেছি একদিন ঘুমন্ত এক শিশুর মতো
আবার চলে যাব তারই মতো ঘুমিয়ে!
লেখিব না আর রাত্রিভর তোমাদের গান
হবে নাকো আর অকাতর কালি খরচ;
আমি নীল বাংলার ম্রিয়মাণ কবি
নীল বাংলায় থাকিব অসীমকাল ঘুমিয়ে!