একদিন বেহুলাও দেখেছিল তাহার রূপ
পৃথিবীর পথে ফিরে ফিরে—
তেমনি তাহার মুখের কথা চাহুনি‚
জন্ম তার নীল বাঙলার ঘাস আর ধানের ভিতর!

দেখেছিল প্রান্তের মাঠে— হলুদ শাড়ি জড়ানো
অপরূপ সেই নারী-রে—
কখনো হারিয়ে যায় বিষম গোধুলিতে‚
আবার ধরা দেয় পৃথিবীর কাছে!

সূর্যের মতো ম্লান হেসে কথা বলে
যেন তার অস্ফুট অন্তিম গন্ধ‚
আজো রই গেছে বাঙলার সমস্ত জুড়ে—
পায়ের চিহ্ন ফেলে গেছে কতোবার এইখানে!