একদিন আমাকে তুমি দেখিয়াছিলে
অই চোখে মুখে গভীর পলকে;
চিন্তার জগত যেন সেইদিন
ভেবেছিল আমারে নিয়ে!
যদিও তোমার আমার রোজ দেখা হয় নাকো‚
আবার কবে দেখা হবে ভেবে ভেবে
হৃদয় আমাদের অঙ্গার সমাধি—
চাই পাশাপাশি একসাথে সময়ের কাছে!
এইখানে তোমার ছোঁয়া লেগেছে
ঘাসের বুকের মতো তোমার নরম বুক;
প্রিয়তমা আমার কি করে যে থাকি
অইদূর শহরে একাকী তোমারে রেখে!