এক মহিলার কাছে প্রেমের মূল্য দিতে গিয়ে
আমার সব পণ্য তাঁর হাতে দিয়েছি তুলে;
বুঝেছি সময় ঢের ভালোবাসিবে আমারে
রাখিবে তার আঁচলে বেঁধে অর্থের মতোন!
যতদিন আমারে তুমি দিয়েছ ভালোবাসা
রাখিয়েছি ডানার ছায়ায় আগলিয়ে
সবই বুঝেছি বৃথা একদিন—
তাই ছুটিয়েছি এক মহিলার পিছু!
তবুও টান ছিলো তোমার প্রতি ঢের!
হয় নিকো বোধ সেকালে এত ভালোবাসো
এখন তুমি মৃতদার প্রাণ এক পৃথিবীর কাছে;
আসিবার সব পথ জরায়ে হারায়ে ফেলিয়েছ
কোথাকার কোন মাটি আর ঘাসের শরীরে মিশে!