এক যে ছিল গায়ের কন্যা
মেঘের পরে মুখ ভাসিত;
রূপের তেজে চোখ জ্বলিত
তাহার কথাই কই?

কন্যার রূপে হই পাগল যাই পিছু ছুটে
চাঁদের মতন মুখখানা পরে না পলক;
কন্যার ছিল কেশ কালো লম্বা মাথার চুল
তাহার বেশে সুভাষ ছড়ায় হিজল কাঠের ঘ্রাণ!

নদীর চড়ে খুঁজি তারে সবুজ কান্তার ফেলে
অশ্বত্থলতা পরে আছে নাইকো তাহার দেখা,
চৈত্র মাসে খাল পুকুর যায় শুকাই পানি
পলাতকা কন্যার লই মন আমার উদাসপুর!